তিন জন খালাস, প্রধান আসামির মৃত্যুদণ্ড – মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়
অতি অল্প সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলায় প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তবে মামলার বাকি তিন আসামি—শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম—আদালত তাদের খালাস দিয়েছেন।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।
তবে এই রায়ে সন্তুষ্ট নয় শিশুটির পরিবার। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে।