মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
খুলনার পাইকগাছা দলিল লেখক সমিতির বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে সমিতির সদস্য ও সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি একটি পুরোনো ছবি ঘিরে—যেখানে তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে দেখা গেছে—তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সভাপতি বজলুর রহমান বলেন, “একটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমার দায়িত্ব সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে শালীন সম্পর্ক বজায় রাখা। সাবেক সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যানের মতো ব্যক্তিরা যখন কোনো প্রতিষ্ঠানে আসেন, তখন অতিথিপরায়ণতা দেখানো সভাপতির নৈতিক দায়িত্ব। আমি তা-ই করেছি। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।”
তিনি আরও বলেন, “আমি কখনো আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না। একজন পেশাদার হিসেবে দীর্ঘদিন ধরে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছি। দলমত নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
বজলুর রহমান জানান, দায়িত্বশীল পদে থেকে তিনি চেয়েছেন সমিতিকে একটি সুশৃঙ্খল ও সুনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তর করতে। এজন্য তিনি সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, আলোচনা করেন এবং সকল সদস্যের স্বার্থ রক্ষায় আপসহীন থাকেন।
অসত্য প্রচারের বিষয়ে তিনি বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি চাই একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারে।”
পাইকগাছা দলিল লেখক সমিতির অনেক সদস্য এ অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, বজলুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সুসংগঠিত ও পরিচ্ছন্নভাবে পরিচালিত হয়েছে দীর্ঘদিন ধরে, যা অনস্বীকার্য।