খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মেদের চর গ্রামে পারিবারিক অভিমানে বৃষ্টি মন্ডল (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ির গোলাঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত বৃষ্টি মন্ডল দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মেদের চর গ্রামের বাসিন্দা বাবু মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে বৃষ্টি আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। পরে গোলাঘরে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।