বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় খুলনার পাইকগাছা পৌরসদরস্থ বাতিখালী হরিতলা এলাকার পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে ১৬ প্রহরব্যাপী ১৯তম মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
বাংলা ৪ ও ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ইংরেজি ২০ ও ২১ মে ২০২৫ সন্ধ্যায় যজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে এই পূণ্যানুষ্ঠানের সূচনা হয়।
আগামী ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, একদিনব্যাপী আয়োজনে কুঞ্জভঙ্গ, নগর সংকীর্ত্তন, মালসা ভোগ বিতরণ এবং সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা নামযজ্ঞের পরিসমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌতম মন্ডল। উপস্থিত ছিলেন এডভোকেট অজিত কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সন্তোষ কুমার সরদার, অখিল সরকার, দিলীপ দাস, রতন কুমার, স্বপন ঘোষ, কৃষ্ণপদ মন্ডল, প্রমথ কুমারসানা, বঙ্কেশ্বর মন্ডল, অধিবাস সানা, রঞ্জিত মন্ডল, অনুকূলচন্দ্র মন্ডলসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি গৌতম মন্ডল বলেন, সবার সার্বিক সহযোগিতা নিয়ে মন্দিরের বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠান পালিত হচ্ছে। এদিকে সন্তোষ কুমার সরদার জানান, সার্বজনীন এই মহানামযজ্ঞে বিভিন্ন জেলা থেকে আগত ছয়টি কীর্তন দল বরেণ্য কীর্তনীয়া দল ‘নামামৃত’সুধা পরিবেশন করেন। তবে তিনি জানান অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রচুর ভক্তের সমাগম।
এ মহাযজ্ঞে প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।