শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত পাইকগাছায় জোনাকি সমিতির লুটের অভিযোগে কবিতা রানী দাশের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা পাইকগাছায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত  পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কতৃপক্ষের বিরুদ্ধে কোটি কোটি আত্মসাৎ পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত সেলাই মেশিনে বদলে যাওয়া জীবনের গল্প

দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনে শিক্ষা কার্যক্রমের নবযাত্রা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯ বার পঠিত

দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনে শিক্ষা কার্যক্রমের নবযাত্রা

খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাম্প্রতিক সময়ে এক গভীর অচলাবস্থার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়। কিছুদিন আগেও বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল নানা কারণে—বিশেষ করে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের অনিয়মিত উপস্থিতি, প্রশাসনিক দুর্বলতা এবং সুশাসনের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীরা বাধ্য হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে নেমে আসে রাস্তায়, দাবি তোলে কার্যকর নেতৃত্ব এবং সুশৃঙ্খল শিক্ষা পরিবেশের।

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল বাস্তবসম্মত ও ন্যায্য। বিদ্যালয়ের প্রশাসনিক অচলাবস্থা, অনিয়ম ও অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে একটি গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠানকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল।

দীর্ঘ আন্দোলনের পর গত ২৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসেন। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়।

এরই ধারাবাহিকতায়, ১৪ মে, বুধবার—এক আলোকোজ্জ্বল সকালে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ছয়তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়।দোয়া পরিচালনা করেন –পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম ও খতিব মোহাম্মদ আবু সাদেক। এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা। তারা বিদ্যালয়ের উত্তরণ ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

নতুন ভবনে পাঠদান শুরুর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং পূর্বের গৌরব ফিরে পাওয়ার আশা জাগছে সবার মধ্যে। এটি শুধু একটি নতুন ভবনের উদ্বোধন নয়—বরং এটি পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য এক নতুন যুগের সূচনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com