পাইকগাছা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন।
সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিসুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পাইকগাছা কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ডিজিএম সঞ্জয় রায়, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মুরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ছালাম কেরু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, দেবাশীষ বিশ্বাস এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রধানত ঘূর্ণিঝড় ‘শক্তি’র সম্ভাব্য প্রভাব মোকাবিলা, দুর্বল বেড়িবাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ, চুরি ও মাদক প্রতিরোধ, কিশোরদের মোবাইল আসক্তি হ্রাস, ডেঙ্গু প্রতিরোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট, সরকারি জায়গা দখলমুক্ত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।