খুলনার পাইকগাছা উপজেলার ষোলআনা ব্যবসায়ী সমিতি লিমিটেড-এর সদস্য এবং সুপরিচিত স্বর্ণ ব্যবসায়ী উত্তম মণ্ডল আর নেই। বৃহস্পতিবার ভোরে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যু এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম মণ্ডল একজন অমায়িক, সাদা-মাটা ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বাজারের ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুধবার বিকেলে গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়ীয়া গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
প্রয়াত উত্তম মণ্ডল ছিলেন বাইনবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল মণ্ডলের পুত্র এবং বিএনপির সাবেক নেতা আনন্দ মণ্ডলের ভাতিজা।