বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় পাইকগাছায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, খুলনার উপপরিচালক কানিজ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক হোসেনুর রহমান ও আইনাল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার মণ্ডল এবং এসআই নুর আলম।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন—উপাধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার মীর নূর-এ-আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, জালাল উদ্দীন, ইউনিয়ন সমাজ উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, শাহিনুর রহমান, জহুরুল ইসলাম, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, আবু ফাতাহ, আবুল কালাম, আমান উল্লাহ, সবুজ আহমেদ, শিবু পদ দাশ, মুক্তি সরদার, ললিতা বিশ্বাস ও বৈদ্যনাথ মণ্ডল।
সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা অর্জন ও সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি সহযোগিতায় প্রান্তিক জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হলে দারিদ্র্য বিমোচন আরও ত্বরান্বিত হবে।