শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিবসা ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কের বেহাল অবস্থা: বড় দুর্ঘটনার শঙ্কা খুলনায় শিপইয়ার্ড গেটে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খুলনায় শিপইয়ার্ড গেটে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক খুলনায় শিপইয়ার্ড গেটে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত পাইকগাছায় জোনাকি সমিতির লুটের অভিযোগে কবিতা রানী দাশের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন

শিবসা ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কের বেহাল অবস্থা: বড় দুর্ঘটনার শঙ্কা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫ বার পঠিত

 

পাইকগাছা বাজারের প্রবেশদ্বার শিবসা ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কটির অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। বৃষ্টিতে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু ও ব্যবসায়ীরা চলাচল করে। মাছের পিকআপ, পণ্যবাহী যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রুট এটি। কিন্তু সড়কের পাশে পাইলিং থাকায় সেটি ভেঙে পড়লে বড় ধরণের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিঃ সভাপতি আব্দুল জব্বার বলেন, “এই রাস্তাটি হওয়ার ফলে মানুষ উপকৃত হলেও এখন এর বেহাল দশা চরম দুর্ভোগে ফেলেছে।” ও সমিতির সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, “ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটবে।”

পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি জি. এম. আব্দুস সাত্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখে এসব গর্ত পড়ছে না, অথচ বিপদের আশঙ্কা দিনদিন বাড়ছে।”

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সকালের হাঁটার সাথি সংগঠনের কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, “পৌরসভার বিভিন্ন সড়কে এমন বিপজ্জনক গর্ত রয়েছে, যা চরম ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।”

একজন পিকআপ চালক মনিরুজ্জামান জানান, “গর্তে পড়ে গাড়ি হেলেদুলে যায়, উল্টে যাওয়ার ভয় থেকেই যায়।”

সড়কের এই করুণ অবস্থার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী , সংশ্লিষ্ট ও ব্যবসায়ী মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com