খুলনার পাইকগাছায় এক কৃষকের ধান কাটার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছেন উপজেলা কৃষক দল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া ১নং ওয়ার্ড এলাকার অসহায় কৃষক মইদুল মোড়লের ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মেছের আলী সানা ।
তিনি বলেন, ‘সংগ্রাম, অর্জনসহ দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যেকোনো সংকটে আমরা কাজ করে যাব।
এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বলে জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে সব ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য আহ্বান জানান।
মইদুল মোড়ল তার ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কৃষকদলের নেতাকর্মীরা। বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীদের এই কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক মইদুল মোড়ল বলেন, ‘জমিতে বোরো ধানের চাষ করেছি।
ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে তার ধান কেটে দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের উপজেলার সভাপতি মোঃ মেছের আলী সানা ও রাড়ুলী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব সরদার, সম্পাদক মোঃ সালাউদ্দিন মোড়ল(সাদ্দাম ) হারুনা রশীদ, আব্দুর রহিম ,আবু জাফর, আবুল হোসেন জামির আলী গোলদার,অদুত সরদার, শরিফুল গাজী ,বাচ্চু গাজী ,আবু সদ্দার, ইব্রাহীম , পিরালী, শফিকুল ,আজিজ ,হারুন ,শুকুর আলী ,কুদ্দুস ,আজিজুল, আমান ,সেকেন্দার, শহিদুল ,নুর ইসলাম , কেসমত , কামরুল আনসার, আব্দুর রশিদ ,মোস্তাক, আহাদ, মোহম্মদ , সোবহান, তামিম ,সিরাজুল সরদার ,হাসান মোল্লা, সহ সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।