বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছা চৌকি আদালত ভবন ঝুঁকিপূর্ণ: ধসে পড়ার আশঙ্কা, পরিদর্শনে এলেন নির্বাহী স্থপতি পাইকগাছায় বাবুর্চি ফেরদৌসের ইন্তেকাল: শোকের ছায়া দলিল লেখক সমিতির বারবার নির্বাচিত সভাপতির বিরুদ্ধে অপপ্রচারে মিশ্র প্রতিক্রিয়া পাইকগাছায় সাবেক বিএনপি নেতাদের চায়ের আড্ডায় দল পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পাইকগাছায় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন ২১ বছরেও যুবদলের পূর্ণাঙ্গ কার্যক্রম নেই: পাইকগাছায় হতাশা আর ক্ষোভে পুড়ছেন নেতাকর্মীরা আবারো বিএসআরএফ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব—সদস্যদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা আবারো বিএসআরএফ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব—সদস্যদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা কয়রায় পারিবারিক অভিমানে কিশোরীর আত্মহত্যা “শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত
 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরশুরাম শাখা থেকে গরু মোটাতাজাকরন প্রকল্পের উপর জমি বন্ধকী দলিল দিয়ে ১৭ নভেম্বর/১৫ ইং তারিখে সাত লক্ষ টাকা ঋণ গ্রহন করেন রংপুর মহানগরীর মেট্রো: পরশুরাম থানার বাহাদুর সিংহ গ্রামের মৃত্যু ইসাহাক আলীর ছেলে ও রাকাবের পরশুরাম শাখার গার্ড খলিলুর রহমান। টাকা পরিশোধ করতে করতে ব্যাংকের কাছে অক্ষম হয়ে পরেন তিনি। তারপর, ব্যাংক তার উপর অর্থঋণ-১৯/২০২১ ইং মামলা করে।
আসল, স্বাভাবিক সুদ, অন্যান্য খরচসহ ব্যাংকের দাবীকৃত ৭ লাখ ৩৪ হাজার ১৭৪ টাকা১৩ পয়সা ডিক্রী গ্রহন করে। তারপর তিনি আপিল করে মামলাটি উজ্জীবিত করেন। এরপর, ব্যাংক কর্তৃক প্রদত্ত স্টেন্টমেন্ট পর্যালোচনা করে দেখতে পায় তিনি টাকা পরিশোধ করার পরেও সে টাকা অনেকগুলো ব্যাংক ভলিউমে প্রদর্শিত হয়নি। ব্যাংক তার কাছে ২৪/০৬/২০১৯ ও ২৭/০৬/২০১৯ ইং তারিখে মোট ১লাখ ৩৮হাজার ৯৭৭ টাকা সুদ ধওে জালিয়াতীর মাধ্যমে ব্যাংক স্টেন্টমেন্টে প্রদর্শিত করেন।অথচ, তিনি এখন পর্যন্ত ব্যাংকের কাছে পরিশোধ করেন ৭লাখ ৯১হাজার ২৫পয়সা।  ব্যাংক কর্তৃক বেশি সুদ ধার্য্য করে ১লাখ ৩৮হাজার ৯৭৭ টাকা হিসেব করে দেখা যায়, ব্যাংক তার  কাছে অতিরিক্ত ১লাখ ৯৫হাজার ৮২৭ টাকা পয়সা গ্রহণ করেছেন।
এখন ব্যাংকের কাছে তিনি ১লাখ ৯৫ হাজার ৮২৭টাকা ৮৭ পয়সা পাবেন। এরপরেও তার বিরুদ্ধে ভুল স্টেটমেন্ট জমা দিয়ে হয়রানীমূলক মামলা করেছে। মঙ্গলবার দুপুরে রংপুর রির্পোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ লেখিত বক্তব্যে জানান, রাকাবের পরশুরাম শাখার গার্ড খলিলুর রহমান। এসময় তিনি আরও জানান, শুধু লোনের মাধ্যমে জালিয়াতী করে ক্ষ্যান্তো হয়নি। তাকে লোনের দায়ে এই ব্যাংকের নিরাপত্তা প্রহরি পদ থেকে ১২/০৭/২০২৩ ইং তারিখে সাময়িককভাবে বরখাস্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com