শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনায় শিপইয়ার্ড গেটে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত পাইকগাছায় জোনাকি সমিতির লুটের অভিযোগে কবিতা রানী দাশের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা পাইকগাছায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত  পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কতৃপক্ষের বিরুদ্ধে কোটি কোটি আত্মসাৎ পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত

রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ বার পঠিত
বেসরকারিকরণ-বানিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকরণ বন্ধ,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ,সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল,ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ে সায়ত্ত্বশাসন প্রতিষ্ঠা ও বই কাগজ কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানো দাবি জানিয়ে ৬১তম মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর নগর শাখা আজ সকাল ১১টায় নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সদস্য যুগেশ ত্রিপুরা।সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন,বাসদ নেতা প্রভাষক অমল সরকার,বেরোবির সভাপতি রিনা মুরমু,মহানগর শাখার সদস্য মোতায়াক্কিল বিল্লাহ।
ছাত্র নেতা যুগেশ ত্রিপুরা  বলেন,স্বাধীনতার ৫৩বছর অতিক্রম করলেও শাসক গোষ্ঠী শিক্ষাকে বাণিজ্যে পরিনত করেছে। মুনাফার শিকারে পর্যদুস্ত শিক্ষাব্যবস্থা,ধ্বসে পড়েছে শিক্ষার মান,শিক্ষাঙ্গনে নেই গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজ ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাস দখলদারিত্বের অভয়ারণ্য তৈরি করেছে।দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ স্বায়ত্ত্বশাসন নেই যার ফলে একদল শিক্ষক কর্মকর্তা দলদাস প্রশাসনের পরিনত হয়েছে। বক্তারা আরো বলেন,দ্রব্যেমূল্যে ঊর্ধ্বগতি সাথে বই খাতা কলমের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র অসহায়, নিম্মমধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝড়ে যাচ্ছে। আমরা মনেকরি সেই দায় সরকারের।
দেশে বহু ধারার শিক্ষা চালু থাকায় শিক্ষার্থীরা গড়ে উঠছে ভিন্ন ভিন্ন আবহে । শিক্ষা এখন রীতিমতো কেনাবেচার পণ্য পরিণত হয়েছে। নামীদামি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি,সেশন ফি, বার্ষিক উন্নয়ন ফি,প্রতি শ্রেণিতে নতুন করে ভর্তি,জরিমানা ফি এরকম নানা ধরণের ফি’র যাতাকলে অভিভাবকদের নাভিশ্বাস উঠেছে।মান যাই হোক রেজাল্ট সর্বস্ব পড়াশোনার এই ধারায় শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত।   পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও বাণিজ্যিক কোর্স চালু আছে।গবেষণা নেই বললেই চলে।আপনারা জানেন ২০২০ যে শিক্ষাক্রম চালু করলো তাতে বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন কোমলমতি শিশুদের হাতে যে নতুন বই তুলে দেওয়া হয়েছে তা খুব নিম্ন মানের এবং ভুলে ভরা।
বক্তারা আরো বলেন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, গণতন্ত্র ও শোষণমুক্তির লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন,দেশ স্বাধীনতার ৫০বছর পার হলেও শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি।শিক্ষার এসব অসংগতি গুলোর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ২০২০ শিক্ষাক্রম বাতিলের দাবি করেন। একইসাথে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে  ছাত্রসমাজকে শামিল হওয়ার আহ্বান জানান।
এছাড়া সমাবেশ থেকে বাসদ নেতা প্রভাষক অমল সরকার ও নগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন,গতকাল বিকেলে আওমীলিগ নেতা নাজমুল করিম ডলার সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ওয়ার্কার্স পার্টির নেতা বাম প্রগতিশীল আন্দোলনের সংগঠক কাজী মাজিরুল ইসলাম লিটনের বাড়িতে হামলা চালায় আসবাব পত্র ভাংচুরসহ লুটপাট করে নিয়ে যায়।সমাবেশ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।খবর বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com