১লা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’
১লা মে বৃহস্পতিবার সকাল ৯টায় পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশাল একটি র্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির অস্থায়ী কার্যালয় পোনা মার্কেট চত্বরে দোয়া ও আলোচনা সফল ভাবে সম্পন্ন হয় ।
পাইকগাছা পৌর হ্যান্ডেলিং শ্রমিকের সভাপতি মোঃ আলম গাজীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহ্বায়ক, পৌরসভা প্যানেল মেয়র ২ কামাল আহমেদ সেলিম নেওয়াজ , মোঃ ইমরান হোসেন, সদস্য সচিব পাইকগাছা যুবদল, সাবেক কাউন্সিলর (৮নং ওয়ার্ড)
প্রধান অতিথি এস, এম ইমদাদুল হক বলেন,শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় শ্রমিকদের বিক্ষোভ সমুদ্রের। অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ জন শ্রমিক প্রাণ হারান। এতে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সরকার গঠন করলে পাইকগাছায় পৌর হ্যান্ডলিং শ্রমিক সহ সকল উপজেলা শ্রমিকদের সুবিধা অসুবিধা দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
বিশেষ অতিথি কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন , বিশ্বের অনেক দেশেই ‘মে ডে’ পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে। কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে।
প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , কিশোর কুমার মন্ডল, আয়ুব আলী জোয়ারদার, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম ,সাবেক সভাপতি নুর ইসলাম, রেজাউল গাজী, বর্তমান সহ-সভাপতি আসাদুল ইসলাম , রমজান, বাদশা ,আসমান, ইউনুস, রফিকুল ইসলাম, আবু মুসা, সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শ্রমিক দিবসের আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে
।