মাত্র একটি মোবাইল ফোনের কারণে প্রাণ গেল চারজন তরতাজা যুবকের। মোবাইল মানুষের কল্যাণে অথচ কি মর্মান্তিক ঘটনা তাও মোবাইলের জন্য
এমন মর্মান্তিক ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন বললেই চলে। অতীতে এমন ট্র্যাজেডি খুব একটা ঘটেছে বলে মনে পড়ে না। হৃদয়বিদারক এই ঘটনা কোনো মানুষের জন্যই কাম্য নয়।
ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে। নিহত চারজনই চা শ্রমিক পরিবারের সন্তান।
জানা যায়, বৃহস্পতিবার সকালে রানা নায়েক (১৭) নামের এক যুবকের ব্যবহৃত মোবাইল ফোনটি একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। ফোনটি উদ্ধারে রানা নিজেই গর্তে নামেন। কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে এবং আর ওপরে উঠতে পারেনি।
প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পেরে তার বন্ধু শ্রাবণ নায়েক (১৯) উদ্ধার করতে নিচে নামে, কিন্তু তারও একই পরিণতি ঘটে। একে একে কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নামেন এবং সবাই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
একটি সাধারণ মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় চারটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সতর্কতা ও জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে বলেও মত দিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube