পাইকগাছায় প্রতিবেশির মারপিটে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়না রানী সানা(৫৭) মৃত্যু হয়েছে! নিহতের ছেলে রবীন্দ্র নাথ সানা জানান, বুধবার সকাল ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। ময়না রানী উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালীর শিবপদ সানার স্ত্রী।
নিহতের পরিবার বলছেন, গত ১৮ জুন বিকেল ৫ টার দিকে অতিবৃষ্টি হলে মৌখালীস্থ বিলে মাছ ধরতে কারেন্ট জাল পাতা নিয়ে প্রতিবেশি মনোরঞ্জন সানার সাথে ঝগড়া হয়। ছেলে রবীন্দ্র নাথের অভিযোগ ঝগড়ার এক পর্যায়ে মনোরঞ্জন সানা গংদের মারপিটের শিকার হয়ে মা ময়না রানী ও ভাই রাজিব আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য ইতোপুর্বে এ মারপিটের ঘটনায় মনোরঞ্জন সানাসহ অনেকের বিরুদ্ধে থানায় মামলা হলে আসামীরা গা ঢাকা দেয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube