পাইকগাছা উপজেলার পরিচিত মুখ, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে সবার সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস হোসেন (সবার পরিচিত 'ফেরদৌস বাবুর্চি') আজ বিকাল ৫:৩০ মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সব বয়সী মানুষের কাছে প্রিয় এই মানুষটি ছিলেন সদালাপী, পরিশ্রমী এবং সহযোগিতামনস্ক। তিনি শুধু একজন পেশাদার বাবুর্চি নন, ছিলেন একজন সেবাপ্রাণ মানুষ, যিনি বিনা স্বার্থে বহু অনুষ্ঠানে সহযোগিতা করেছেন।
ফেরদৌস হোসেনের মৃত্যুতে এলাকাবাসী, বিভিন্ন সংগঠন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube