বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমানের শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা স্বীকৃতি, এবং ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রাপ্তির দাবিসহ ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তুষার সরকার, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাজু। এ সময় উপজেলা পর্যায়ের সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা একযোগে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই কর্মীদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube