২০০২ সালে গঠিত হয়েছিল খুলনার পাইকগাছা থানা যুবদলের শক্তিশালী কমিটি। তখন সংগঠনটি নেতৃত্বে ছিল মরহুম আমজাদ হোসেন গোলদার (সভাপতি), মোঃ আব্দুল গফুর (সিনিয়র সহ-সভাপতি), বেনজির আহমেদ লাল (সাধারণ সম্পাদক) ও শেখ ইমাদুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক)। তাদের সক্রিয় নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নেই শক্তিশালী কমিটি গঠিত হয়েছিল।
ইউনিয়নভিত্তিক সেই কমিটিগুলো ছিল নিম্নরূপ—
১. হরিঢালী: শহিদুল ইসলাম (সভাপতি), সাফায়েত হোসেন (সাধারণ সম্পাদক)
২. কপিলমুনি: আযাদ মোড়ল (সভাপতি), আযাদ বিশ্বাস (সাধারণ সম্পাদক)
৩. লতা: চিত্তরঞ্জন রায় (সভাপতি), ইব্রাহিম সরদার (সাধারণ সম্পাদক)
৪. দেলুটি: মোকিম সরদার (সভাপতি), সন্তোষ কুমার (সাধারণ সম্পাদক)
৫. সোলাদানা: কামরুল গাজী (সভাপতি), আব্দুল হামিদ (সাধারণ সম্পাদক)
৬. লস্কর: আনারুল কাদির (সভাপতি), মাহফুজুর রহমান মিথুন (সাধারণ সম্পাদক)
৭. গদাইপুর: সরদার ফারুক হোসেন (সভাপতি), রবিউল ইসলাম (সাধারণ সম্পাদক)
৮. রাড়ুলী: হাবিবুল ইসলাম হাবিব (সভাপতি), কাজী সিরাজুল ইসলাম (সাধারণ সম্পাদক)
৯. চাঁদখালী: আজম গাজী (সভাপতি), সোহরাব হোসেন টিক্কা (সাধারণ সম্পাদক)
১০. গড়ইখালী: শহিদুল ইসলাম (সভাপতি), বাচ্চু গাজী (সাধারণ সম্পাদক)
এই নেতৃবৃন্দদের অনেকেই এখন পরলোকগমন করেছেন, কেউ কেউ রাজনীতির মাঠ থেকে ছিটকে গেছেন আবার কেউ বা দলবদল করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়েছেন।
২০২২ সালের ২৩ জানুয়ারি পুনরায় গঠিত হয় পাইকগাছা উপজেলা যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কিন্তু প্রায় ৩ বছর ৫ মাস পেরিয়ে গেলেও ইউনিয়ন পর্যায়ে কোনো পূর্ণাঙ্গ কমিটি, পরিচিতি সভা কিংবা সাংগঠনিক কার্যক্রমের দেখা মেলেনি। এতে করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কর্মীরা দিকনির্দেশনা ও অভিভাবকহীনতায় পড়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, "আমরা ত্যাগ করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আজ দলের কেন্দ্রীয় বা উপজেলা নেতৃত্বের কার্যকর ভূমিকার অভাবে মাঠে সংগঠনের অস্তিত্ব বিলীন প্রায়।"
বহুদিন ধরে সংগঠনবিমুখ অবস্থায় পড়ে থাকা এই যুবদল কর্মীদের অনেকে হতাশ হয়ে রাজনীতি থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, "আমরা কি তবে শুধুই ভোগান্তির পুঁজি?"
এক সময় পাইকগাছার যুবদল ছিল বিএনপির অন্যতম প্রাণ। আজ তার অবস্থান স্মৃতির গহীনে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দ্রুত সাংগঠনিক হস্তক্ষেপ না এলে পাইকগাছা যুবদলের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube