বিশেষ প্রতিনিধি, প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর গত নির্বাচনে আপনাদের ভালোবাসা ও আস্থায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আবারো আসন্ন ২২ জুনের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আমি বিশ্বাস করি—এই সংগঠন শুধু একটি ফোরাম নয়, এটি আমাদের পরিবার। প্রতিটি সদস্যই এখানে গুরুত্বপূর্ণ, সম্মানিত এবং আপন। আমি চেষ্টা করেছি সবসময় সবার সঙ্গে মিলেমিশে চলতে, কারো সঙ্গে দূরত্ব নয়, বরং পাশে থেকে পাশে দাঁড়াতে। আমার মাঝে অহংকার, হিংসা বা দাম্ভিকতার স্থান নেই।
আমি একজন সাদামনের মানুষ হিসেবে কাজ করেছি, আগামীতেও আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করে যেতে চাই। বিএসআরএফ যেন পেশাদার সাংবাদিকতার আদর্শ ঠিক রেখে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও প্রাণবন্ত থাকে—এটাই আমার লক্ষ্য।
সবার কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা চাই—চলো গড়ে তুলি এক বলিষ্ঠ বিএসআরএফ, একসঙ্গে, এক হৃদয়ে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube