“শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এ প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাইকগাছা, খুলনার আয়োজনে টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কার্যক্রমের অংশ হিসেবে পাইকগাছা পৌরসভার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন আনসার প্রশিক্ষক কৃষ্ণচন্দ্র দত্ত।
প্রধান অতিথি ইউএনও মাহেরা নাজনীন তাঁর বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও দায়িত্ববোধ আরও জোরদার হবে।”
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের মৌলিক প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত উন্নয়নের পথই প্রশস্ত করে না, বরং সমাজের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নেও কার্যকর ভূমিকা রাখে।
উল্লেখ্য, এ প্রশিক্ষণে পৌরসভার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করছেন এবং প্রশিক্ষণ চলবে নির্ধারিত সময় পর্যন্ত।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube