খুলনার পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে পৌর সদরের প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার সাব-ইন্সপেক্টর নূর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা, যিনি বক্তব্যে প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অফিসার সাকী রেজওয়ানা।
বক্তব্য রাখেন পাইকগাছা চিংড়ি বিপণন সমবায় সমিতির সভাপতি জিন্নাত সানা, আছাদুল ইসলাম, আব্দুল গনি, হৃদয় কুমার দাস, সাবিনা ইয়াসমিন, সুশান্ত ও ইমা খানম।
অনুষ্ঠানে রূপান্তরের ইয়ুথ ফোরামের সদস্য রাকিবুল ইসলাম, কৃষ্ণা চক্রবর্তী, ছন্দা ও সজিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বাজার ও ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশবান্ধব বিকল্প উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং পলিথিনমুক্ত বাজার গড়তে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube