পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শ্যামল কুমার দেবনাথ-কে অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঈদুল আযহার ছুটি শেষে রোববার (১৫ জুন) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এফ. এম. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।
সঞ্চালনায় ছিলেন প্রভাষক আছাবুর রহমান।
অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আমান উল্লাহ, মোঃ শহীদুল ইসলাম, জে. এ. এম. আব্দুল হাকিম, প্রভাষক সরদার জামাল উদ্দিন, মোমিন উদ্দিন, স্বপন কান্তি ঘোষ, সাইদুর রহমান ও গ্রন্থাগারিক গাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
> “প্রিয়জনদের বিদায় মানেই এক ধরনের শূন্যতা। তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা ছিলেন শিক্ষাঙ্গনের বাতিঘর।”
উল্লেখ্য, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ২০১২ সালের ১৭ জুলাই পাইকগাছা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ২০২৩ সালের ২২ অক্টোবর পর্যন্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১১ জুন তিনি সরকারি চাকরি জীবন শেষ করে পিআরএলে (অবসরোত্তর ছুটি) গমন করেন।
অপরদিকে, প্রভাষক শ্যামল কুমার দেবনাথ ১৯৯৯ সালের ১ নভেম্বর শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০২৫ সালের ১৪ জুন পিআরএলে গমন করেন।
বিদায়ী এই দুই শিক্ষকের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলেন—
“বিদায় শুধু দাপ্তরিক নয়, হৃদয়ের সম্পর্কেরওএক আবেগময় অধ্যায়ের ইতি।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube