পাইকগাছা অফিসার্স ক্লাবের আয়োজনে ঈদ-উল-আযহা পরবর্তী এক হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান রবিবার সকালে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক উষ্ণ পরিবেশে পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি শুধু শুভেচ্ছা বিনিময় নয়, ছিলো একধরনের সম্প্রীতির মিলনমেলাও।
অনুষ্ঠানে ইউএনও মাহেরা নাজনীন বলেন,
> “সকল কর্মকর্তা এক ও অভিন্ন সত্তা। নিজ নিজ দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। যে কোনো প্রয়োজনে আমার দপ্তরের দরজা সর্বদা খোলা। একসঙ্গে এগিয়ে যেতে হবে—দেশ ও জনগণের কল্যাণে।”
তিনি আরও বলেন, ঈদের পর এমন সৌহার্দ্যপূর্ণ মিলনচিত্র এক ধরনের মানসিক প্রশান্তি ও পেশাগত সংহতির প্রতিচ্ছবি।
অনুষ্ঠান শেষে কর্মকর্তারা একসঙ্গে ফটোসেশনে অংশ নেন। মুহূর্তগুলোতে ছিল হাসিমাখা মুখ, আন্তরিক আলাপ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রকাশ।
এই আয়োজন নিঃসন্দেহে অফিসার্স ক্লাবের ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube