পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ডায়েরি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব। আলোচনা ও ডায়েরি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আজম, প্রণব কান্তি মন্ডল, দীপংকর সরকার, রেজাউল ইসলাম, বোরহান উদ্দিন, জুবাইরিয়া আক্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এবং শিক্ষার্থী সৈয়দা তানহা জেরিন মৌ, ফারহানা ইসলাম ঋতু, অর্পিতা সরকার, প্রিয়ন্তী বিশ্বাস ও আফরা তাবাসসুম ঈশি।
অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ডায়েরি বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube