খুলনার পাইকগাছায় তরুন লীগ সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাবেক সদস্য ব্যবসায়ী মিনারুল ইসলাম মিনার (৫০)কে পুলিশ থানাহেফাজতে নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিলসহ ওসি'র প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টায় বিএনপি'র নেতা-কর্মীরা তাৎক্ষনিক ভাবে বিক্ষোভ মিছিল করে থানার ওসি ( দায়িত্বপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান'কে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের হুমকি দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৯ টায় পৌরসভার শিববাটী বাড়ী থেকে মিনারুল ইসলামকে তুলে নিয়ে থানা হেফাজতে নেয়। এটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রাত ১০ টার পর থানা থেকে মিনারুল'কে ছেড়ে দেয়ার খবর পেয়ে বিএনপি'র নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। নেতা-কর্মীরা রাতে উপজেলা সদর ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত পথ সভা করেন। এ সভায় উপজেলা বিএনপি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে চলতি দায়িত্ব ওসি(' তদন্ত) ইদ্রিসুর রহমানকে প্রত্যাহারের হুমকি দিয়ে আ'লীগের দোসর মিনারুলকে গ্রেপ্তার দাবি করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেনের নের্তৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,পাইকগাছা থানায় ওসি বদলির কারণে ওসি তদন্ত দ্বায়িত্ব পালন করছেন। দ্বায়িত্ব পালন করা কালে তিনি কিছু আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করে টাকার বিনিময়ে নরমাল মামলা দিয়ে তাদেরকে জামিনের সহযোগিতা করেন। গত সোমবার রাতে তরুন লীগ সভাপতি ও পৌর আ'লীগের সাবেক সদস্য ব্যবসায়ী মিনারুল ইসলামকে অটক করে। তার নিকট থেকে মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয বিএনপি নেতা হুরাইরা বাদসা বলেন, ওসি তদন্ত মিনারুলকে আটকের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে তার নামে মামলা নাই বলে জানান। পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ জানান, আমরা খুলনা পুলিশ সুপারকে জানিয়েছি। তিনি বলেছেন তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। তাদের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলে ওসি তদন্ত এর আগে আওয়ামীলীগ নেতা মিনারুল ও জাকির হোসেনকে মোটা টাকার বিনিময়ে আমাদের বিএনপির অভ্যন্তরিন একটি নরমাল মামলায় আটক দেখানো হয়। তিনি ওসি তদন্তর অপসরণের দাবি জানান। মিনারুলকে থানা হেফাজত থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ওসি ( তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ আরিফুল ইসলাম বলেন, পাইকহাছা থানার ওসি তদন্ত ঈদ্রিসুর রহমানের আসামি থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তারা রিপোর্ট দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube