“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আয়োজিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা। এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।
ভূমি অফিস প্রাঙ্গণে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। এরপর সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মাহেরা নাজনীন ভূমি সংক্রান্ত সেবা, সচেতনতা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বলেন,
> “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ডিজিটাল খতিয়ান সংগ্রহের মাধ্যমে জমির মালিকানা সুরক্ষিত রাখা এখন অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে।”
আলোচনায় বক্তৃতা রাখেন:
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন
সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়
উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল
ওসি (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান
উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা
যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান
সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস
সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির
উপস্থিত ছিলেন আরও:
মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের জয়ন্ত ঘোষ, ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশান্ত পাল, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান এবং ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেলার উদ্দেশ্য ও সেবা:
এ মেলার মাধ্যমে জনগণকে অনলাইনে খতিয়ান সংগ্রহ, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নানা আধুনিক সেবা সম্পর্কে সচেতন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube