খুলনার পাইকগাছায় রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “রূপসী রেখার অন্তরালে”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১০টায় পাইকগাছার রোজবাড কিন্ডারগার্টেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিষদের সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রূপসী বাংলার প্রতিষ্ঠাতা বেগম শামসুন্নাহার, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি অ্যাড. এফএম এ রাজ্জাক, অ্যাড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক সুফল মন্ডল, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. নাজিম উদ্দিন, ব্রততী শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ কুমার ঢালী।
এ সময় কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন—
কবি ও ব্যাংকার বিকাশেন্দু সরকার, কবি জিএম এমদাদ, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, লুৎফর রহমান, পঞ্চানন সরকার, বাবু সন্তোষ কুমার সরকার, সাংবাদিক বিভাসেন্দু সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল, কবি অসীম রায়, সুশান্ত বিশ্বাস, তুহিন সরকার, চিকিৎসক জসিম উদ্দিন, চিকিৎসক নাজমুল আহসান, মিনারুল ইসলাম, ইয়াসমিন আরা, বাপ্পি রাহা এবং অনেকে।
অনুষ্ঠানে আলোচনা সভা, স্বরচিত কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা শেষে কবিদের হাতে কাব্যগ্রন্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube