অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে পাইকগাছা উপজেলা কৃষক দলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পুরনো ঢাকা বাস কাউন্টার এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।
এছাড়াও বক্তব্য রাখেন কৃষক দল নেতা সেকেন্দার আলী, ফরহাদ হোসেন, সোহরাব হোসেন, জাফর মল্লিক, আব্দুর রহিম, আব্দুস সামাদ, সাদ্দাম হোসেন, আমানউল্লাহ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মোক্তার হোসেন, আনিসুর রহমান, ইব্রাহিম, শামীম হোসেন, আহম্মদ আলী, আবুল হোসেন ও জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে তরিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube