খুলনা মহানগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেট এলাকার সড়কের পাশে পলিথিনে মোড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মুখও পলিথিন দিয়ে মোড়ানো ছিল, যা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়দের বক্তব্য:
এলাকার এক বাসিন্দা বলেন, “সকালে হাঁটতে বের হয়ে দেখি রাস্তার পাশে একটা বড় পলিথিন মোড়ানো কিছু পড়ে আছে। সন্দেহ হলে কাছাকাছি যাই এবং পরে পুলিশে খবর দিই।”
পুলিশের বক্তব্য:
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তির মুখ পলিথিনে মোড়ানো এবং হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক এবং পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। পরিচয় শনাক্তে কাজ চলছে।”
পোস্টমর্টেম:
মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube