পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা এবং আলোচিত জোনাকি সমিতির আলোচিত নেত্রী কবিতা রানী দাশের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা দাবিদার মোঃ জাকির হোসেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে পাইকগাছা পৌরসভার সরল বাজারে জনাকীর্ণ এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, “১৯ মে কবিতা রানী দাশ পাইকগাছা প্রেসক্লাবে যে সংবাদ সম্মেলন করেছেন, যেখানে আমাকে এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে যেসব ভিত্তিহীন, বানোয়াট ও কল্পনাপ্রসূত অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।”
তিনি আরও বলেন, “পাইকগাছার সরল বাজারে অবস্থিত জোনাকি সমিতির প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কোনো সমাধান হয়নি। সমিতির ৯৩টি রশিদ বই হঠাৎ করেই উধাও হয়ে গেছে, যার কোনো হিসাব বা হদিস নেই। এ থেকেই প্রমাণ হয় যে, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা তথ্য গোপন করছেন।”
জাকির হোসেন জানান, “১৬ মে সমিতির পাওনাদার সদস্যরা কবিতা রানী দাশের বাড়িতে গিয়ে তাদের পাওনা টাকা দাবি করেন। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান আমাকে ও মোস্তফা মোড়লকে ডেকে আনেন। আমরা পরিস্থিতি শান্ত করি এবং পরে সমিতির পরিচালক আলাউদ্দীন ও সভাপতি মোহাম্মদ আলী গাজীর বাড়িতে গিয়ে আলোচনা করি। এসময় কবিতা রানী নিজেই একটি ভিডিও জবানবন্দি দিয়ে চলে যান।”
তিনি আরও বলেন, “একই ঘটনার বর্ণনায় কখনো ৪০/৫০ জন এবং কখনো ৪/৫ শ নারী থাকার কথা বলছেন কবিতা রানী দাশ। এ ধরনের স্ববিরোধী বক্তব্য থেকেই স্পষ্ট যে তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। প্রকৃতপক্ষে, তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে গরিব ও অসহায় নারীদের সঞ্চিত অর্থ আত্মসাৎ করছেন।”
জাকির হোসেন অভিযোগ করেন, “আমার শ্রমিক লীগ নেতা পরিচয় এবং মোস্তফা মোড়লের বিএনপির সাবেক পদ-পদবি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি যেন ‘মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়ার’ মতো অবান্তর একটি চেষ্টা।”
তিনি বলেন, “একজন বিতর্কিত ব্যক্তিকে বিভিন্ন এনজিও প্রোগ্রামে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, অথচ তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হয় এবং ক্ষতিগ্রস্ত সদস্যরা তাদের পাওনা ফেরত পান।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube