"দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছা জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৮ (এপ্রিল) সোমবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সিনিয়র সহকারী জর্জ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করে পাইকগাছা কোট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পাইকগাছা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোট প্রাঙ্গণে শেষ হয়।
র্যালিতে অংশ নেন মোঃ কামরুজ্জামান (চেয়ারম্যান) উপজেলা লিগ্যাল এইট কমিটি এবং সিনিয়র সহকারী জজ সহ উপজেলা দপ্তরের কর্মকর্তা ,আইনজীবী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও সাংবাদিক বৃন্দ।
র্যালি শেষে পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় জি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: কামরুজ্জামান ।
প্রধান অতিথি আশ্বস্ত করেছেন অসহায় দরিদ্র অর্থ অভাবে আইনের সহায়তা নিতে পারছেন না তাদেরকে আইনি সহায়তা দেয়া হবে । ভুক্তভোগী রত্না আইনের সহায়তা পেয়ে অনেক আনন্দিত। অনেক আইনজীবী তারা দীর্ঘদিন আইনের সহায়তা দিয়ে আসছেন ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন , আইনজীবী সমিতির সভাপতি এড,জি এম আব্দুস সাত্তার, সেক্রেটারি এড আক্কাস আলী, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড, এফ এম আব্দুর রাজ্জাক, আইনজীবী সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube