মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের পথে বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য হলো অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করা।
সোমবার (যুক্তরাষ্ট্র সময়) এক ব্রিফিংয়ে তিনি প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন; কারো পক্ষ নেওয়া নয়।
আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা আগে যেমনটা বলেছি, এখনো বলবো। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনও গত মে মাসে ভিসানীতি ঘোষণার সময় আমাদের ভিসানীতির উদ্দেশ্য জানিয়েছিলেন।
তিনি মনে করিয়ে দেন এই ভিসানীতিতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য, সরকার এবং রাজনৈতিক বিরোধী পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পাদনা - মোস্তাফিজার বাবলু।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube