মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অনলাইন নিউজ পোর্টাল ৭১বার্তার প্রকাশক ও সম্পাদক মোস্তাফিজার বাবলু এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার পর রংপুর মহানগরীর তাতীপাড়ার নিজ বাসা থেকে বেড়িয়ে সিটি প্রেসক্লাবের অভিমুখে রওনা দেন। এরইমধ্যে তাতীপাড়া মোড়ে মোটরসাইকেল স্লিপ কেটে পরে যান। এতে তাঁর ডান পায়ের কনুইতে আঘাত পান। বর্তমানে তিনি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: হামিদুল হক খন্দকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, মোস্তাফিজার বাবলু নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি, আওয়ার টাইম এর রংপুর অফিস প্রধান।
এছাড়াও দৈনিক আলোর বার্তা ও ডেইলি স্টেট এর রংপুর অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেই সাথে তিনি রংপুর সিটি প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
অনিয়মিত প্রকাশিত সাহিত্যপত্র নতুন কণ্ঠ প্রকাশ করে থাকেন তিনি। দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। সম্পাদনা- শেখ মোস্তারি জান্নাত।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube