কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ পৃথক দুটি অভিযানে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ইস্কাফ সহ দুই মাদক কারবারি আটক।
জানাযায়,১৫(সেপ্টেম্বর) শুক্রবার ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত জনাব সজীব এর নেতৃত্বে থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর মৌজার ডোলের পাট নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ সহ অত্র এলাকার মোঃ মহাজার আলীর মাদক কারবারি ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৩৬) কে হাতেনাতে আটক করে।
অপরদিকে থানা পুলিশের আরও একটি মাদক উদ্ধার কারী চৌকস টিম ১৬ (সেপ্টেম্বর ) রোজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে একই ইউনিয়নের অনন্তপুর মৌজার তেঁতুল তলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪০) এর বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত জনাব, সজীব জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা - মোস্তাফিজার বাবলু।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube