ভগবান শ্রীকৃষ্ণের পতাকা তলে দলে দলে যোগ দিন স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে,০৬ (সেপ্টেম্বর) বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পবিত্র গীতা থেকে পাঠ আহবানী কীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে এগারোটায় ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে এসে পুনরায় মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে প্রসাদ গ্রহণ করেন।
ফুলবাড়ী উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির সভাপতি ও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক সুনীল চন্দ্র রায়, সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা রানী রায় , সাধারণ সম্পাদক অলকা রানী রায়, শিমুলবাড়ি ইউনিয়নের পূর্জা উদযাপন কমিটির সভাপতি, সুশীল চন্দ্র রায় সহ-সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের প্রমোদা রঞ্জন বকসী জমিদার বাড়িতে সকাল আটটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন পবিত্র গীতা থেকে পাঠ আহবানী কীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube