রংপুরের পীরগাছা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ নামের ৭০ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পালানোর সময় এলাকাবাসী রিপন নামের এক যুবককে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫নং ছাওলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জীগাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত রিপন একই এলাকার বাসিন্দা আ. রহিম মিয়ার ছেলে।
হত্যার শিকার বৃদ্ধ হামিদ মিয়ার মেয়ে হামিদা বেগম জানায়, আজ শুক্রবার জুম্মার নামায পড়ে হামিদ মিয়ার বাড়ির পাশেই মেয়ের বাড়িতে বেড়াতে আসে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা রিপন মিয়া অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে হামিদ মিয়াকে কোপাতে থাকে। এতে বৃদ্ধ হামিদ দেশীয় অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে অভিযুক্ত রিপন পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।
এ ঘটনায় তাৎক্ষণিক পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube