রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভায়।
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে লিমা খানম বলেন, বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে গাড়িতে পুড়ে গেছে।
কয়েকজন পথচারী জানান, আগারগাঁও সিগনালে বাসটিতে ধোঁয়া দেখে চালক ও তার সহকারী দ্রুত বাস থেকে নেমে পড়েন। চালক ও তার সহকারী ছাড়া বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না।
অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগনাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজনকে বিপাকে পড়তে হয়। আগুন নেভানোর পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube