আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুড়িগ্রাম-২ তথা কুড়িগ্রাম সদর,রাজার হাট ও ফুলবাড়ি উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। কেমন সংসদ সদস্য চাই এ আসনে এ নিয়ে চলছে ভোটারদের মাঝে চুল চেরা বিশ্লেষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ আসনে প্রয়োজন সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত সংসদ সদস্য। তাহলে এখানে উন্নয়নের জোয়ারে ভাসবেন এখানকার মানুষ জন।
তবে, স্থানীয় সংসদ সদস্য হিসেবে এখানকার মানুষজন দেখতে চায় ফুলবাড়ির কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার কে। সচেতন নাগরিকদের দাবি, আসন্ন সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারকে
দেওয়া হোক আওয়ামী লীগ মনোনীত মনোনয়ন। তাহলে প্রাণ চাঞ্চল্যতা ফিরে পাবে এখানকার ভোটারগণ।
কুড়িগ্রাম সদর,রাজার হাট ও ফুলবাড়ি উপজেলার
বিভিন্ন এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় নাগরিকদের সাথে। তারা জানান, বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার নির্বাচনে অংশ নিলে এবং নৌকার মাঝি হলে বিপুল ভোটে আওয়ামী লীগ কে বিজয়ী করবে এখানকার ভোটারগণ। এজন্য পরিচ্ছন্ন রাজনীতিবীদ,বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় এখানকার মানুষ।
ইতোমধ্যে নির্বাচনী মাঠে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন খন্দকার সাহেব। কুড়িগ্রাম কে এগিয়ে নিতে গ্রহণ করেছে টেকসই উন্নয়নের দীর্ঘময়াদি পরিকল্পনা। যা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন।
বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছাড়া কুড়িগ্রামের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এটি সাধারণ মানুষজন বুঝতে পেরেছে। এজন্য মানুষের মুখে মুখে এখন আওয়ামী লীগের সংসদ সদস্য পাওয়ার দাবি ব্যাপক আকারে পরিনত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube