প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনের ছাদবাগানে কাঁচামরিচ হয়েছে। সেখানে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন তিনি। ফলন এসেছে কাঁচামরিচ গাছগুলোতে। আর সে ছবি নিজেই মুঠোফোনে তুলেছেন বঙ্গবন্ধুকন্যা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিজ ফেসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সরকারপ্রধানের ছাদবাগানে কাঁচামরিচের পাশাপাশি হয়েছে ধনেপাতা, করমচা ও আনারস।
হাসান জাহিদ তুষার জানান, করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন।
উপ প্রেস সচিব আরও জানান, গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। খবর- ঢাকা মেইল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube