ঘরনি....?
তুমি প্রেম করো জেনে আমি আনন্দিত।
তবুও তুমি বেঁচে থাকো শত বছর।
তোমার নয়া প্রেমের খবরে প্রফুল্ল মোর মন।
তুমি তার বুকে মাথা রেখে ঘুমোও,
চাষাবাদের জন্য প্রস্তুত করো জমি, নয়া চাষি নতুন বীজে ফসল ফলাবে।
হবে বাম্পার ফলন।
তবুও তুমি বেঁচে থাকো শত বছর।
আমার কষ্টর্জিত ভবন নির্মাণ শেষ।
ওই ভবনেই খায়েশ জাগুক আরও।
আষাঢ় নামুক, শ্রাবনে হারিয়ে যাও তুমি।
তবুও তুমি বেঁচে থাকো শত বছর।
তাং ১৯/০৬/২০২২
সময় -রাত ৯.৫০মি.
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube