নিজস্ব জমিতে বিএডিসির ডিপ স্থাপন হলেও দেখভালের দায়িত্ব না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মঞ্জুরুল আলম মিলন। মিলন পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ত্রিপুর গ্রামের ফেরদৌস মহুরির ছেলে।
জানা যায়, ১৯৮২ সালে ডিপটি তার দাদা মৃতু ছফর উদ্দিন গভীর নলকুপ প্রকল্পে জমি দান করেন। যার দাগ নং ৯৮,খতিয়ান নং ০৬ মৌজা ত্রিপুর,জেল ৬৮।
তারপর, ডিপটি পরিত্যাক্ত অবস্থায় দীর্ঘ দিন থাকার পর চলতি বছরে নতুন আঙ্গিকে সংস্কার করেন বিএডিসি কর্তৃপক্ষ। সংস্কারের সময় পুরোনো পাইপ,ইট,রড ও ডব্লিউ এম মেশিন নিয়ে যায় সুন্দর গ্রামের মৃত্যু তফিজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম। সেই সাথে আজিজুলের নেতৃত্বে ডিপটি পরিচালিত হচ্ছে বলে মিলন ৭১বার্তা কে জানান। তবে, মিলনের দাবি - যেহেতু তার দাদার দানকৃত জমিতে ডিপটি রয়েছে। এজন্য ডিপটি পরিচালনার দায়িত্ব তার প্রাপ্য বলে তিনি মনে করেন।
এ বিষয়ে মুঠো ফোনে আজিজুলের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মতামত নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বিএডিসির পীরগাছার উপ- প্রকৌশলী মোজাম্মেল হক জানান, আমি লিখিত অভিযোগ পেলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ খোরশেদ আলম
মোবাইল -০১৭২৬০২৭২৬৪/০১৯৭০১১৫১২৫/ ০১৬১০১১৫১২৫
অফিসের ঠিকানা:
বাতিখালী, পাইকগাছা পৌরসভা ,
৭ নং ওয়ার্ড, বাড়ি নং ১৯২ , পোনা মার্কেট , পাইকগাছা, খুলনা।
Design & Developmen By HosterCube